🌿🌿🌹 Devotee Care🌹 🌿🌿
🍀"বৈষ্ণব দর্শন" এইটা হচ্ছে পূর্ণ,complete,..এর থেকে উন্নত আর কিছু হতে পারে না...
🍀শ্রীমান মহাপ্রভুর যে শিক্ষা,যে দর্শন,অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব,যেখানে শ্রীমান মহাপ্রভু নিজে, ৪ টি সম্প্রদায় থেকে,ব্রহ্ম সম্প্রদায়,রুদ্র সম্প্রদায়,শ্রী সম্প্রদায় আর কুমার সম্প্রদায় এই ৪ টি সম্প্রদায় থেকে সর্বশ্রেষ্ঠ যে বিষয়গুলি রয়েছে,সারতত্ব..সেই সারতত্ব গুলো নিয়ে শ্রীমান মহাপ্রভু অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব,ব্রহ্ম-মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়,উনি করলেন...সেইজন্য আমাদের দর্শন হচ্ছে,পূর্ণ,complete..
🍀আর শ্রীল প্রভুপাদ আমাদের এই চমৎকার ভগবতভক্তির পন্থা আমাদেরকে দিয়েছেন..প্রভুপাদ জানেন আমাদের দূর্বলতা আর সেইজন্য একজন ভক্ত কীভাবে ধীরে ধীরে,ক্রমান্বয়ে উত্তম অধিকারী হতে পারে,তার পন্থা শ্রীল প্রভুপাদ দিয়েছেন..
🍀এবং এইযে পন্থা,এইযে দর্শন,এইযে সংস্কৃতির কথা আমরা বলছি,বৈষ্ণব সংস্কৃতি,বৈষ্ণব দর্শন ব্রহ্ম-মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়,শ্রীমান মহাপ্রভুর যে মূল শিক্ষা,শ্রীল প্রভুপাদের যে ধারা তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ,ভগবতভক্তির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে - Devotee care বা ভক্তদের যত্ন নেয়া..
🍀মহাপ্রভুর শিক্ষার সারাংশ হচ্ছে নামে রুচি,জীবে দয়া,বৈষ্ণব সেবা..এইযে জীবে দয়া এবং বৈষ্ণব সেবা এইটা তো ভক্তদের যত্ন নেয়া..
🍀একবার একটা গবেষণা করা হয়েছে,বিভিন্ন ধর্ম,বিভিন্ন সম্প্রদায় নিয়ে..তো ওইখানে দেখা গেলো,ইসকনের দর্শন মহিমান্বিত..মানে ইসকনের যে দর্শন তা একদম পূর্ণ,complete,কোন সন্দেহ নেই..কিন্তু গবেষণায় দেখা যায়,আমাদের ভক্তদের কত যত্ন নেয়া হয়,তো দেখা যায়,আমাদের score নাম্বারটি অনেক নিচে..দর্শন অনেক উন্নত কিন্তু এইযে ভক্তদের যে কেয়ার,যত্নশীল হওয়ার মনোভাব,একে অপরকে দেখবে,ভক্তদেরকে যত্ন নিবে,সেই নাম্বারটি অনেক নিচে...
🍀ভক্তরা যদি দেখে যে ইসকনে ভক্তদের যত্ন নেয়ার সুন্দর সংস্কৃতি রয়েছে,তো স্বাভাবিক ভাবেই সেই ভক্ত কিন্তু অনেক উৎসাহিত হবে,তার জীবনকে সে উৎসর্গ করতে পারবে..
🍀আমরা যদি দেখি,যে আমাদের সংস্কৃতিতে ভক্তদের যত্ন নেয়ার ব্যাপারে,অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে,এবং সেইটা যদি বাস্তবিক ভাবে থাকে,তাহলে স্বাভাবিক ভাবে ভক্তরা অনেক উৎসাহিত হবে,এবং তাদের জীবনকে কৃষ্ণের চরনকোমলে উৎসর্গ করতে অনেক অনুপ্রাণিত হবে...
🍀এবং যখন একজন ভক্ত হয় এবং সে যদি দেখে যে এইখানে Devotee care বা ভক্তদের যত্নশীল হওয়ার ব্যাপারে,সেইরকম কোন গুরুত্ব আরোপ নেই,..শুধু মুখের কথা বলে,কিন্তু আসলে বাস্তবে কিছু নেই..তখন ভক্তরা হতাশা হয়...
🍀গুরুমহারাজ একটা ক্লাসে বলছেন, “The greatest help that can be given is to unite everyone. We should take care of ourselves and take care of others”- সবচাইতে বড় পরোপকার, যে সেবাটা আমরাই সম্পাদন করতে পারবো, যদি আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি..নিজের যত্ন নেবো এবং অপরের প্রতি যত্নশীল হবো..
আরেকটি জায়গা থেকে গুরুমহারাজের আরেকটি শব্দ আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, “Actually Krishna says that He has nothing else to do but to take care of his devotees”. গুরুমহারাজ এখানে বলছেন যে, কৃষ্ণ বলেছেন যে, উনার আর কোন কাজ নেই, উনার একটাই কাজ, একটাই সেবা, ভক্তদের দেখাশোনা করা..আর কোন কাজ নেই..তো এই সেবাতে কৃষ্ণকে কেউ যদি সহযোগিতা করে, তাহলে কৃষ্ণ কত খুশি হবেন..
🍀সেইজন্য প্রভুপাদ কৃষ্ণকে বলছেন," এ পূর্ণ করিবে যবে রাধারাণী খুশি হবে,ধ্রুব অতি বলি তোমা তাই"..প্রভুপাদ কৃষ্ণকে বলছেন,হে কৃষ্ণ তুমি আমাকে সাহায্য করো,তোমার অনেক পূর্ণ হবে,হে কৃষ্ণ তুমি আমার ভাই,তুমি আমার কথা শুনো...প্রভুপাদ কত ঘনিষ্ঠভাবে কৃষ্ণকে বলছেন..
🍀তো প্রভুপাদ কি করতে চাইছেন,প্রভুপাদ সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাইছেন,সবাইকে কৃষ্ণের চরনকোমলে নিয়ে আসতে চাইছেন..সবাইকে এই feeling বা অনুভবটা দিতে চাইছেন যে,তুমি চিন্তা করো না..তোমার প্রতি অন্যেরা যত্নশীল..আর এর জন্য প্রভুপাদ সাহায্য চাইছেন,কৃষ্ণের কাছে,যে কৃষ্ণ তুমি যদি আমাকে সাহায্য করো,তাহলে রাধারাণী খুব খুশি হবে তোমার প্রতি...আমি জানি তুমি রাধারাণীকে খুশি করতে চাও,আমাকে সাহায্য করো,এইভাবে রাধারাণী খুব খুশি হবে..
🍀প্রকৃতপক্ষে প্রভুপাদ যে এত কস্ট করে গেলেন,কেনো গেলেন,কারন প্রভুপাদ জানতেন,প্রভুপাদ দেখছেন, মানুষ মানুষের প্রতি যত্নশীল নয়..যতটুকু সবকিছু বাহ্যিক..
🍀প্রকৃত সমস্যা কি,একজন যখন খুব দুঃখ পায়.,এর প্রকৃত সমস্যা কি...for example কারো যখন ক্ষুধা পায়,দেখবেন রাস্তা-ঘাটে অনেক ক্ষুধার্ত ব্যক্তি থাকে..প্রভুপাদ তো ক্রন্দন করেছিলেন,ক্ষুধার্ত ধামবাসীদের দেখে..গুরুমহারাজ ও অন্যান্যদের দায়িত্ব দিলেন,১০ মাইল radios কেউ যেন ক্ষুধার্ত না থাকে..কত কস্ট পেয়েছেন..
🍀হ্যাঁ আমরা একে অপরকে প্রসাদ দিতে পারি,কিন্তু কইদিন প্রসাদ দিবো আমরা..?কেনো আমরা এমন কিছু করবো না,যাতে সে আর কোনদিন ক্ষুধার্ত না থাকে...ওর যত সমস্যা আছে,তা একেবারের জন্য শেষ হয়ে যায়...
🍀হুম,প্রসাদ দেও,এবং একই সাথে সাথে ওকে কৃষ্ণভাবনামৃত করে তোলো...তাহলে ওকে আর এই জড়জগতে আসতে হবে না...
🍀 “দদাতি প্রতিগৃহ্নাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি..ভুঙক্তে ভোজয়তে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণম্”...এই জন্যই প্রভুপাদ ইসকন তৈরী করেছেন..যত্নশীল...!প্রীতির আদান-প্রদান মানে কি..?Devotee care..
🍀গুরুমহারাজ নিজে দেখেছেন,খুব কাছ থেকে,যে প্রভুপাদ যখন দেখতেন যে ভক্তরা কস্ট পাচ্ছে বা আধাত্মিক জীবন ঠিকমতো পালন করছে না,বা অন্যান্য কস্ট পাচ্ছে,প্রভুপাদ ক্রন্দন করতেন..তাহলে প্রভুপাদ কতটা "জীবের দুঃখী শ্রীল প্রভুপাদ"...কতটা অনুভব করে,অন্যে ভক্তের ব্যাপারে..তো আমরা যদি কৃষ্ণ,গুরুদেব,প্রভুপাদের সেবায় যুক্ত হতে চাই,তাহলে Devotee care বা অন্য ভক্তের প্রতি যত্নশীল হওয়া এই সেবাতে আমাদের নিযুক্ত থাকতে হবে...
🍀নিজের প্রতি যত্নশীল হতে হবে..নিজের প্রতি যত্নশীল হওয়া মানে কি..?ঠিকমতো প্রসাদ পাওয়া,আগে আগে ঘুমাতে যাওয়া,রাত ১২টার সময় ফেসবুক করা নিজের প্রতি যত্নশীল হওয়া না..
🍀অসৎ সঙ্গ ত্যাগ,পর্যাপ্ত পরিমান ঘুমানো,নিজের প্রতি যত্ন নেয়া,..শারীরিক সুস্থতা,মনের সুস্থতা,আধাত্মিক সুস্থতা এইগুলো সব হচ্ছে Devotee care..,Devotee care এর অঙ্গ..
🍀পরমারাধ্য গুরুমহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ এই Devotee care,বা ভক্তদের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন...
🍀কে করবে,ভক্তদের care..?সিলেটে কে করবে..?Australia থেকে লোক আসবে,America থেকে লোক আসবে..?না,সিলেট বাসীকেই করতে হবে..ঢাকাতে কে Devotee care করবে..?ঢাকার ভক্তদের ই করতে হবে..চট্টগ্রামে কে করবে,মায়াপুরে কে করবে.??আমাদের ই করতে হবে...
🍀 Charity begins at home,..নিজের প্রতি যত্নশীল থেকে শুরু..বাড়িতে যারা আছে,তাদের প্রতি যত্নশীল হওয়া.,একে অপরের প্রতি যত্নশীল হওয়া..তাহলে দেখবে ভক্ত হওয়ার যে পন্থা মহাপ্রভু দিয়েছেন,তা আমরা পালন করতে পারবো...
🍀মনটা অনেক উদার করতে হবে..ভক্তদের প্রতি যত্নশীল হওয়ার যে বিষয়টা তা সংকুচিত মনে হয়না..
🍀দেখবে রান্না করার রেসিপি অনেকেই বলতেই চায় না,,বলে "এইটা আমার রেসিপি,আমি কাউকে বলবো না", বা প্রভুপাদের লীলা আমি বলবো না,বল্লে তো তোমরা শিখে যাবে,আমি বলবো না...এইটা একটা মনোভাব,আবার আরেকটা মনোভাব হচ্ছে,আমি যখন কিছু পাবো,তা আমি শেয়ার করবো..
🍀তুমি বলো তো,কোনটা বেশি গাঢ় হয়,কোনটা বেশি দৃঢ় হয়..?যে নিজের কাছে রেখে দিচ্ছে,যে শেয়ার করছে না,নাকি যে শেয়ার করছে..?
🍀সংকুচিত মনে সে শেয়ার করবে না,উদার মনে সে শেয়ার করবে..যে আমার কাছে ভালো কিছু আছে,আমি সবকিছু নিলাম,আমি কাউকে দিলাম না,আমি শুধু ভালো থাকবো,..
🍀অনেক সময় দেখবেন,বাচ্চারা যখন স্কুলে যায় মা বলে দেয়,এইটা কারোর সাথে শেয়ার করবি না,তুই একা একা খাবি..কাউকেই দিবি না,একা একা খাবি...Sharing is Caring..আমাদের বুঝতে হবে,কোন জিনিসটা শেয়ার করতে হবে আমাদের..
🍀ভক্তরা এইযে ভাগ করে নেয়া,যেইটা শিখছে,তা অপরকে দান করা,সেইজন্য মহাপ্রভু বলছেন,"ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো যার,জন্ম স্বার্থক করি করো পরোপকার"...নিজের উপকার করো,পরের উপকার করো...
0 Comments