আপনি কি জানেন, টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটি কে?




আপনি কি জানেন, টাইটানিক মুভির সব থেকে
ভাগ্যবান লোকটি কে?

সে কি জ্যাক? যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের
প্রেমে পড়েছিল?

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য
জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায়
জ্যাকের কাছে তার টিকেট হেরে গিয়েছিলো। যদি
সে ঐ জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো
তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো!

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো!
হারার মাঝেও জিত আছে!

--আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন!
--আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন!

--আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন!

--আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন!

সবকিছুই কোন না কোন কারনে ঘটে থাকে। মাঝেমধ্যে ______হেরে যাওয়াটাও ভালো।

হতে পারে সৃষ্টিকর্তার  পক্ষ থেকে আরও বড় কোনও বিজয় অপেক্ষা করছে।

0 Comments